Showing themes that are Seo, fast loading, light, fresh and professional.

 প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ১৮ই আগস্ট ভারতে Realme GT 5G ও Realme GT Master Edition নামে দুটি প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ করেছে Realme। তবে, GT 5G সিরিজের পাশাপাশি, সংস্থাটি আজ তাদের প্রথম ল্যাপটপ, Realme Book Slim-এর ওপর থেকেও পর্দা সরিয়েছে। স্মার্টফোন দুটির ব্যাপারে আমরা আগেই আপনাদেরকে জানিয়েছি। তাই এই প্রতিবেদনে আমরা শুধুমাত্র নয়া ল্যাপটপটির প্রসঙ্গেই আলোচনা করবো। ল্যাপটপের নাম দেখেই বোঝা যাচ্ছে যে এটি ‘স্লিম’ ডিজাইনের সাথে এসেছে। আবার Realme Book Slim ল্যাপটপে ১১তম প্রজন্মের ইন্টেল-কোর i3 এবং i5 চিপসেট ব্যবহার করা হয়েছে। সাথে, এতে ব্যাকলিট কীবোর্ড, ডুয়েল-মাইক নয়েজ ক্যান্সেলেশন টেকনোলজি, থান্ডারবোল্ট ৪ পোর্ট এবং পিসি কানেক্ট ফিচার বর্তমান‌। সর্বোপরি, এটি ফুল চার্জে ১১ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে, বলে সংস্থাটি জানিয়েছে।



Realme Book Slim দাম ও প্রাপ্যতা

রিয়েলমি বুক স্লিম ল্যাপটপ দুটি স্টোরেজ ও প্রসেসর ভ্যারিয়েন্টের সাথে ভারতে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে, ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ইন্টেল-কোর i3 ভ্যারিয়েন্টের দাম ৪৬,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। আর, ৮ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত ইন্টেল-কোর i5 ভ্যারিয়েন্টের দাম থাকছে ৫৯,৯৯৯ টাকা।

তবে লঞ্চ অফারের দৌলতে, রিয়েলমি বুক স্লিম ল্যাপটপের ইন্টেল-কোর i3 এবং ইন্টেল-কোর i5 ভ্যারিয়েন্ট সীমিত সময়ের জন্য যথাক্রমে ৪৪,৯৯৯ টাকা এবং ৫৬,৯৯৯ টাকায় পাওয়া যাবে। ল্যাপটপটি রিয়েল ব্লু এবং রিয়েলমি গ্রে কালারে উপলব্ধ। আগামী ৩০শে অগাস্ট ই-কমার্স সাইট ফ্লিপকার্ট সহ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও রিটেল স্টোর থেকে এই নয়া ল্যাপটপ কেনা যাবে।

Realme Book Slim স্পেসিফিকেশন

রিয়েলমি বুক স্লিম ল্যাপটপে, ১৪ ইঞ্চির 2K IPS ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের, রেজোলিউশন ২,১৬০x১,৪৪০ পিক্সেল, আসপেক্ট রেশিও ৩:২, এবং স্ক্রিন ব্রাইটনেস ৪০০ নিট। এই ল্যাপটপের ডিসপ্লের চারিধারে সরু বেজেল আছে। তবে ডিসপ্লের নিচের দিকে থাকা বেজেল তুলনায় মোটা থাকবে এবং এর মধ্যভাগে ব্র্যান্ড-লোগো দেখা যাবে। রিয়েলমি বুক স্লিম ল্যাপটপকে, CNC স্যান্ডব্লাস্টিং অ্যানোডাইজিং সহ মেটাল ইউনিবডি ডিজাইনের সাথে নিয়ে আসা হয়েছে। ১.৩৮ কেজি ওজনের এই ল্যাপটপটি ১৪.৯ মিমি পাতলা।

দুর্দান্ত পারফরম্যান্স দিতে Realme Book Slim ইন্টেল আইরিস এক্সই (Iris Xe) গ্রাফিক্স সহ ১১তম প্রজন্মের ইন্টেল চিপসেট দ্বারা চালিত হবে। এক্ষেত্রে, ল্যাপটপে ইন্টেল-কোর i5-1135G7 এবং ইন্টেল-কোর i3 প্রসেসর ভার্সন ব্যবহার করা হয়েছে। এটি এখন উইন্ডোজ ১০ ওএস সিস্টেম দ্বারা চালিত হবে। যদিও পরে উইন্ডোজ ১১ ওএস আপডেট পাওয়া যাবে। এই ল্যাপটপে, ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি M.2 PCIe এসএসডি বর্তমান।

Realme Book Slim ল্যাপটপে, ৫৪Whr ক্যাপাসিটির একটি ব্যাটারি আছে, যা ৬৫ ওয়াট ফাস্ট-চার্জিং এবং ৩২ ওয়াট ডার্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে। জানা গেছে রিটেল বক্সে থাকা চার্জারের মাধ্যমে এই ব্যাটারিকে ৩০ মিনিটে ৫০% পর্যন্ত চার্জ হয়ে যাবে। ল্যাপটপটি ফুল চার্জে ১১ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে বলে রিয়েলমির দাবি।

এছাড়া, অতিরিক্ত ফিচার হিসাবে এতে, দুটি ২ ওয়াটের বটম-ফায়ারিং হারমোন কার্ডন স্পিকার, ডুয়েল-মাইক নয়েজ ক্যান্সেলেশন টেকনোলজি, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ১.৩ মিমি কীট্রাভেল ডিজাইন সহ ব্যাকলিট কীবোর্ড এবং একটি বড়ো ট্রাকপ্যাড আছে। ল্যাপটপের i5 প্রসেসর ভ্যারিয়েন্টে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, থান্ডারবোল্ট ৪ পোর্ট এবং ওয়াই-ফাই ৬ কানেকশন সাপোর্ট পাওয়া যাবে। অন্যান্য কানেক্টিভিটি অপশনের মধ্যে, ইউএসবি টাইপ-এ পোর্ট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক সামিল থাকছে। Realme Book Slim ল্যাপটপে, পিসি কানেক্ট (PC Connect) নামক একটি ফিচার আছে। এই ফিচারের সাহায্যে ইউজাররা তাদের স্মার্টফোন রিয়েলমি ল্যাপটপের সাথে কানেক্ট করতে পারবে।

Related Posts

There is no other posts in this category.
Seorang yang memiliki kepribadian yang menyendiri, tanpa mengenal dunia luar hanya melalui dunia online.
  • Facebook
  • WhatsApp
  • Instagram
  • Subscribe Our Newsletter

    0 Response to "Realme Book Slim: দেখতে অবিকল MacBook Air, রিয়েলমির প্রথম ল্যাপটপ ইন্টেল প্রসেসর সহ লঞ্চ হল"

    Post a Comment

    Iklan Atas Artikel

    Iklan Tengah Artikel 1

    Iklan Tengah Artikel 2

    Iklan Bawah Artikel